ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৬, ১৩ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সিচুয়ান প্রদেশের শিল্পাঞ্চলে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

জিয়াং জেলার কর্তৃপক্ষ জানিয়েছেন, সিচুয়ানের রাজধানী চেংদু থেকে কয়েক ঘন্টার দূরত্বের পথ জিয়াংয়ের ইবিন হেংদা টেকনোলজি কারখানায় বৃহস্পতিবার বিকেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কী কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল। ঘটনার কারন অনুসন্ধান করছে তদন্ত কমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, ওই কারখানা থেকে আগুনের শিখা ও বিপুল পরিমাণ ধোঁয়া বের হচ্ছে। স্থানীয় সময় রাত ১১ টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে স্থানীয় সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে  জানানো হয়েছে।

২০১৫ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনের একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিল।




রাইজিংবিডি/ঢাকা/১৩ জুলাই ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়