ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ানমারের গঠিত রোহিঙ্গা প্যানেলের সচিবের পদত্যাগ

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ২১ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারের গঠিত রোহিঙ্গা প্যানেলের সচিবের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা সংকট নিয়ে পরামর্শ দিতে গঠিত মিয়ানমারের আন্তর্জাতিক প্যানেলের সচিব পদত্যাগ করেছেন। কমিটির কার্যক্রমে অগ্রগতি হচ্ছে না উল্লেখ করে নিজের পদ থেকে সরে দাঁড়াই থাইল্যান্ডের এই নাগরিক। এর ফলে রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকারের সদিচ্ছা এবং গঠিত প্যানেল আরো একবার প্রশ্নের মুখে পড়লো।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে কোবসাক চুটিকুল নামের ওই প্যানেল সচিব, যিনি থাইল্যান্ড সরকারের প্রাক্তন রাষ্ট্রদূত ও দেশটির জাতীয় সংসদের প্রাক্তন সদস্য, বলেন, ‘গত জানুয়ারি মাসে গঠিত হওয়ার পর ছয় মাসে বিদেশি ও স্থানীয় বিশেষজ্ঞদের এই প্যানেলকে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা হয়েছে এবং প্যানেল খুব কমই অর্জন করতে পেরেছে। এই প্যানেল গত সপ্তাহেও মিয়ানমারের রাজধানী নাইপিদোতে তৃতীয়বারের মতো মিলিত হয়েছিল।’

কোবসাক জানান, গত ১০ ‍জুলাই তিনি প্যানেলের সচিবের পদ ত্যাগ করেন। তবে এতদিন তার পদত্যাগ সম্পর্কে জনসম্মুখে জানানো হয়নি।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের কমিশনের সুপারিশ কীভাবে বাস্তবায়ন করা হয় এবং কীভাবে রোহিঙ্গা সংকট নিরসন করা যায় সেই সম্পর্কে পরামর্শ দিতে মিয়ানমার সরকার এই প্যানেল গঠন করেছিল।

কোবসাক জানান, মিয়ানমারের পক্ষ থেকে প্যানেলকে আন্তর্জাতিক তহবিল গ্রহণ কিংবা স্থায়ী কার্যালয় স্থাপনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ ছাড়া, প্যানেলের বৈঠক অনলাইনে চালাতে বলা হয়েছিল। মিয়ানমারের সেনাবাহিনীর প্রতিনিধিরা প্যানেলের সঙ্গে বৈঠকে সম্মত হয়নি।

তিনি বলেন, ‘তারা (প্যানেল) আসলে কী করছে? শুধু নাইপিদোতে বিলাসী ডিনার এবং এখানে-সেখানে উড়ে বেড়ানো। বিপজ্জনক বিষয় হলো, প্যানেলটি এখন ইস্যু থেকে মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে যাচ্ছে এবং ঘটনার মিথ্যা আভাস দিতে যাচ্ছে।’

তবে কোবসাকের এসব সমালোচনা প্রত্যাখ্যান করেছেন প্যানেলের স্থানীয় সদস্য উইন মরা। তিনি মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

উইন মরা বলেন, ‘প্যানেল তার কাজ ঠিক মতো চালিয়ে যাচ্ছে। সরকার আমাদের পরামর্শ বাস্তবায়ন করছে এবং উন্নয়ন দৃশ্যমান। আপনি বলতে পারেন না যে, কোনো অগ্রগতি হয়নি।’

তথ্য : রয়টার্স



রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়