ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

জিম্বাবুয়ের নির্বাচনে জয়ী এমনানগাওয়ার দল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়ের নির্বাচনে জয়ী এমনানগাওয়ার দল

আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমারসন এমনানগাওয়ার দল জয় পেতে যাচ্ছে।  বুধবার দেশটির নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া শুরু হয়েছে।

জিম্বাবুয়ের নির্বাচন কমিশন জানিয়েছে, এমনানগাওয়ার দল জানু-পিএফ পার্লামেন্টের ২১০ আসনের মধ্যে ১০৯টি পেয়েছে। আর বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) পেয়েছে মাত্র ৪১টি আসন। এখনো ৫৮টি আসনের ফল ঘোষণা বাকি আছে। সেই সুবাদে জানু-পিএফ বিজয়ী বলে সুনিশ্চিতভাবে ধরা হচ্ছে। পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে জানু-পিএফের আর ৩০টি আসন প্রয়োজন।

জানু-পিএফের মুখপাত্র নিক মানগোয়ানা জানিয়েছেন, তাদের ফল এই ফলে খুশি।

তিনি বলেন, ‘আমরা এই ফলে অত্যন্ত খুশি। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে জিম্বাবুয়ের জনগণ তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য জানু-পিএফের ওপর আস্থা রেখেছে এবং আমরা যে নির্বাচনক্ষেত্রে জনগণ আমাদের বিজয়ী করেছে আমরা তাদের আকাঙ্খা পূরণের চেষ্টা করব।’

এদিকে জিম্বাবুয়ের বিরোধী দল এমডিসি অভিযোগ করেছে নির্বাচন কমিশন ক্ষমতাসীনদের পুনরায় ক্ষমতায় আনার জন্য যোগসাজস করেছে।

এমডিসি জোটের মুখপাত্র এনকুলুলিকো সিবান্দা বলেছেন, ‘এই ফলাফল একটি তামাশা এবং জিম্বাবুয়ে পাঁতানো নির্বাচনের প্রস্তুতির ফল।’



রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়