ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফ্রান্সে বন্যা : ১৬০০ জনকে উদ্ধার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০১, ১০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সে বন্যা : ১৬০০ জনকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের দক্ষিণে প্রবল বন্যার আশঙ্কায় ১ হাজার ৬০০ অবকাশযাপনকারীকে উদ্ধার করা হয়েছে। এদের অধিকাংশই শিশু।

এদিকে তাবুতে গ্রীষ্মকালীন অবকাশযাপনকারী শিশুদের দেখভালকারী ৭০ বছরের এক জার্মান নাগরিক নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বন্যায় সবচেয়ে খারাপ অবস্থা গার্দ,আরদেচেহ ও দ্রোম এলকায়। চারটি হেলিকপ্টারসহ অগ্নিনির্বাপন বাহিনী ও পুলিশের চার শতাধিক কর্মীকে সেখানে মোতায়েন করা হয়েছে।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেইন্ট জুলিয়েন ডি পিরলাসের একটি গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে ১১৯ শিশুকে সরিয়ে আনা হয়েছে। নিখোঁজ ওই জার্মান এই ক্যাম্পটির তত্বাবধায়ক ছিলেন।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, গারদ ও পার্শ্ববর্তী আরদেচেহ এবং দ্রোম অঞ্চল থেকে পূর্ব সতর্কতা হিসেবে ১ হাজার ৬০০ জনকে সরিয়ে আনা হয়েছে। এদের অধিকাংশই তাবুতে গ্রীষ্মকালীন অবকাশযাপনকারী।

গত কয়েক সপ্তাহ ইউরোপের কয়েকটি দেশে প্রচণ্ড দাবদাহের পর বৃহস্পতিবার থেকে ঝড়সহ বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে ফ্রান্সের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়