ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বার্সেলোনার অধিনায়ক মেসি

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫১, ১১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সেলোনার অধিনায়ক মেসি

ক্রীড়া ডেস্ক : ২০১৫ সালে বার্সেলোনা ছেড়ে কাতারে পাড়ি জমান জাভি হার্নান্দেজ। এরপর বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পান আন্দ্রেস ইনিয়েস্তা। শেষ মৌসুমে স্প্যানিশ ক্লাবটি ছাড়েন ইনিয়েস্তা। ২২ বছর ক্লাবের সঙ্গে থাকার পর জাপানের ক্লাব ডিসের কোবেতে যোগ দেন।

আগামী শনিবার শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম। লিগ শুরুর পরদিন মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। নতুন মৌসুমে বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করবেন লিওনেল মেসি। নিশ্চিত করেছে বার্সেলোনা।

এর আগেও বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মেসি। তবে সেটা সহ-অধিনায়কের সুবাদে। ইনিয়েস্তার অনুপস্থিতিতে আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন আর্জেন্টাইন সুপারস্টার। বার্সেলোনার সর্বকালের সেরা এ খেলোয়াড় এরই মধ্যে কাতালানদের হয়ে সর্বোচ্চ গোল করেছেন। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৫৫২ গোল মেসির।

এদিকে মেসির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সার্জিও বুসকেটস। এছাড়া তৃতীয় এবং চতুর্থ অধিনায়কের দায়িত্ব পালন করবেন জেরার্ড পিকে এবং সার্জিও রবার্তো।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেওয়ার পর জেরার্ড পিকে এবারই প্রথম বড় কোনো দায়িত্ব পালন করবেন। এছাড়া সার্জিও রবার্তো সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে অনভিজ্ঞ বার্সেলোনা দলকে নেতৃত্ব দিয়েছিলেন। 

খেলোয়াড় হিসেবে লিওনেল মেসি কাতালান ক্লাবটিকে দিয়েছেন একাধিক সাফল্য, একাধিক শিরোপা। এবার অধিনায়ক হিসেবে মেসি বার্সেলোনাকে কতটুকু এগিয়ে নিতে পারেন সেটাই দেখার।



রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়