ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ ইরানের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ১১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনার কথা নাকচ করে দিয়েছে ইরান। শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা কিংবা পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠকের কোনো সম্ভাবনা নেই।

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষেদের অধিবেশণের ফাঁকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে জারিফ বলেন, ‘না, না এ ধরণের বৈঠকের পরিকল্পনা নেই। আমরা বারংবার আমাদের অবস্থান জানিয়েছি।’

এর আগে চলতি সপ্তাহের প্রথমদিকে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালের ইরান সমঝোতা থেকে চলতি বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে বের করে নেন। এরপরই ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়