ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আড়ি পাতা ট্রাম্পের ফোনালাপ শোনালেন বরখাস্ত উপদেষ্টা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৮, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আড়ি পাতা ট্রাম্পের ফোনালাপ শোনালেন বরখাস্ত উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রাক্তন উপদেষ্টা একটি আড়ি পাতা ফোনালাপ শুনিয়েছেন। ওমারোসা ম্যানিগল্ট নিউম্যান নামের ওই নারীর দাবি, গত বছর তিনি বরখাস্ত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তাকে ফোন দিলে তিনি তা রেকর্ড করেন।

সোমবার ওই ফোনালাপটি যুক্তরাষ্ট্রের এনবিসি টিভি চ্যানেলে বাজিয়ে শোনান ওমারোসা। ওই ফোনালাপের টেপটি শুনে জানা যায়, আগের দিন ওমারোসা বরখাস্ত হওয়ায় বিস্ময় প্রকাশ করছেন ডোনাল্ড ট্রাম্প।

টেপে পুরুষ কণ্ঠস্বরটিকে বলতে শোনা যায়, ‘কেউই এ ব্যাপারে (ওমারোসাকে বরখাস্তের ব্যাপারে) আমাকে কিছু বলেনি।’

ওমারোসা জানান, তিনি কিছু দিনের মধ্যেই একটি আত্মজীবনী প্রকাশ করতে যাচ্ছেন।

এদিকে, ওমারোসার এমন কাণ্ডের পর হোয়াইট হাউস তাকে ‘মেজাজ বিগড়ে যাওয়া প্রাক্তন কর্মী’ হিসেবে আখ্যায়িত করেছে।

এ ব্যাপারে সোমবার এক টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, তার প্রাক্তন কর্মী চাকরি হারানোর পর তাকে আক্রমণ করতে শুরু করেছেন।

ট্রাম্প জানান, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে তিনি তার চিফ অব স্টাফ জন কেলিকে দায়িত্ব দিয়েছেন।

ট্রাম্পের আইনজীবী রুডি জিওলিয়ানি জানান, ওমারোসা হোয়াইট হাউসে ব্যক্তিগত আলাপ রেকর্ডিং করে হয়ত আইন ভঙ্গ করেছেন।

ওমারোসা টিভি রিয়েলিটি শো দি অ্যাপ্রেনটিস এর তারকা থাকাকালীন ট্রাম্পের সঙ্গে তার পরিচয় হয়। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি ট্রাম্পের আফ্রো-আমেরিকান বিষয়ক উপদেষ্টা ছিলেন এবং পরবর্তীকালে হোয়াইট হাউসে যোগাযোগবিষয়ক একটি দায়িত্ব পালন করেন।

তথ্য : বিবিসি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়