ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

যুক্তরাজ্যে পার্লামেন্টের সামনে গাড়ি বিধ্বস্ত, গ্রেপ্তার ১

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০০, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে পার্লামেন্টের সামনে গাড়ি বিধ্বস্ত, গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে পার্লামেন্টের নিরাপত্তা বেষ্টনীর সামনে একটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগে গাড়িটি বেশ কয়েকজন পথচারীকে আহত করে।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকের এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

লন্ডনের কেন্দ্রের ওই ঘটনার পর পরই সেখানে ছুটে যায় সশস্ত্র পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস কর্মীরা।

গাড়ি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং গাড়ির চালককে আটক করা হয়।

নিরাপত্তা ব্যবস্থা স্বরূপ মিলব্যাংক, পার্লামেন্ট স্কয়ার ও ভিক্টোরিয়া টাওয়ার গার্ডেন এলাকা ঘিরে ফেলা হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই স্থানটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার’ হিসেবে   বেষ্টনী দিয়ে সাধারণ জনগণ ও সাংবাদিকদের আপাতত দূরে সরিয়ে দেওয়া হয়েছে।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়