ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ভেনিজুয়েলার অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ইকুয়েডর

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেনিজুয়েলার অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ইকুয়েডর

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলার অভিবাসী ইচ্ছুক নাগরিকরা যেন ইকুয়েডরে প্রবেশ করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নিয়েছে নিরক্ষ রেখায় অবস্থিত দেশটি।

এখন থেকে পাসপোর্ট ছাড়া কোনো ভেনিজুয়েলার নাগরিক ইকুয়েডরে প্রবেশ করতে পারবে না। এর ফলে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়ায় আটকা পড়েছেন বহু ভেনিজুয়েলীয়।

ভেনিজুয়েলাতে বেশ কয়েক বছর ধরেই অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলমান। দেশটিতে মুদ্রাস্ফীতি চরম মাত্রা নিয়েছে। পাশাপাশি রয়েছে খাদ্য ও ওষুধ সংকট। এ থেকে রক্ষা পেতে পার্শ্ববর্তী দেশ কলম্বিয়া হয়ে ইকুয়েডরে অভিবাসী হচ্ছিল বহু ভেনিজুয়েলীয়।

এতদিন তারা শুধু জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করেই ইকুয়েডরে প্রবেশ করতে পারত। তবে ইকুয়েডর সাফ জানিয়ে দিয়েছে, এখন থেকে তাদেরকে পাসপোর্ট ও ভিসা ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না। মূলত অভিবাসন ঠেকাতেই এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

এসব অভিবাসীরা অবশ্য শুধু ইকুয়েডরেই আশ্রয় নিত না। অনেকেই ইকুয়েডর হয়ে পেরু ও চিলি চলে যেত সেখানে অবস্থানরত পরিবারের সদস্যদের সাথে মিলিত হতে।

এদিকে, ইকুয়েডরের এই পদক্ষেপের কড়া সমালোচনা ও প্রতিবাদ জানিয়েছে কলম্বিয়া। তারা বলেছে, ইকুয়েডরের এ
পদক্ষেপে কলম্বিয়ায় বহু ভেনিজুয়েলীয় আটকা পড়বে।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৯ আগস্ট ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়