ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

স্ক্রিপালের ওপর হামলাকারীরা বেসামরিক নাগরিক : পুতিন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্ক্রিপালের ওপর হামলাকারীরা বেসামরিক নাগরিক : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, লন্ডনে পক্ষত্যাগী গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ের ওপর রাসায়নিক গ্যাস হামলাকারী দুজন পেশাগত অপরাধী নয়, তারা বেসামরিক নাগরিক।

এর আগে ব্রিটিশ সরকার জানিয়েছিল, হামলাকারী দুজনের নাম আলেকজান্ডার পেত্রভ ও রাসলান বশিরভ। এরা  দুজন রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর সদস্য।

বুধবার পুতিন জানিয়েছেন, তার সরকার ওই দুই ব্যক্তির সন্ধান পেয়েছে এবং তিনি আশাবাদী শিগগিরই তাদের হাজির করা এবং তাদের কাছ থেকে হামলার গল্প শোনা যাবে।

পুতিন বলেন, ‘আমরা জানি তারা কারা, আমরা তাদের খুঁজে পেয়েছি।’

তিনি বলেন, ‘আমি আশা করি তারা নিজেদের প্রকাশ করবে এবং আমাদের সবকিছু বলবে। এটা সবার জন্য সবচেয়ে ভালো হবে। আমি আপনাদের নিশ্চিত করছি এখানে বিশেষ কিছুই নেই, অপরাধ সংক্রান্ত কিছু নেই।’

গত মার্চে লন্ডনের সালসবেরির একটি বিপণিকেন্দ্রের বেঞ্চে রাশিয়ার পক্ষত্যাগী প্রাক্তন গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার ৩৩ বছরের কন্যা ইউলিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে এ ঘটনায় ব্যবহৃত নার্ভ এজেন্টের সন্ধান পায় ব্রিটিশ কর্তৃপক্ষ।  এ ঘটনার জন্য ব্রিটেন বরাবর রাশিয়াকে দায়ী করে আসছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়