ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লা লিগায় আজ খেলবে রিয়াল, বার্সা

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লা লিগায় আজ খেলবে রিয়াল, বার্সা

ক্রীড়া ডেস্ক: আন্তজার্তিক ফুটবলের বিরতির পর স্প্যানিশ লা লিগায় আজ মাঠে নামছে বিশ্বসেরা দুই ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বর্তমান লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। অপর ম্যাচে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনা ও রিয়াল সোসিয়েদাদের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। অন্যদিকে রিয়াল ও বিলবাওয়ের মধ্যকার ম্যাচটি শুরু হবে রাত সোয়া ১২টায়। ফেসবুক লাইভে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন উপমহাদেশের দর্শকরা।

রিয়াল সোসিয়েদাদের নতুন স্টেডিয়াম এস্তাদিও মিউনিসিপ্যাল অ্যানোয়েতায় খেলতে যাবে বার্সা। লিগে নিজেদের শতভাগ জয়ের মিশন নিয়ে খেলতে যাবে মেসি-সুয়ারেজ-কুতিনহোরা। তাদের মতো শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ।তাই রিয়াল সোসিয়েদাদকে হালকাভাবে নিতে চাইবে না ব্লুগ্রেনারা।

অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া মৌসুম শুরু করলেও লিগে জয় পেতে কোনো সমস্যা হচ্ছে না রিয়াল মাদ্রিদের। আক্রমণভাগের করিম বেনজেমা ও গ্যারেথ বেলের হাত ধরে রীতিমত উড়ছে লস ব্লাঙ্কোসরা।

সান ম্যামস বাড়িয়ায় আজ রিয়ালকে স্বাগত জানাবে অ্যাথলেটিক ক্লাব। লা লিগায় নিজেদের শেষ পাঁচ ম্যাচের মাত্র ১টিতে হারেছে দলটি। আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর আজ লিগে ছন্দে ধরে রাখতে চেষ্টা করবে মাদ্রিদের ক্লাবটি।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়