ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কেরির সমালোচনায় ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ১৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী কেরির সমালোচনায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় ওবামা আমলের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

টুইটারে তিনি লিখেছেন, ‘জন কেরি অবৈধভাবে অত্যন্ত শত্রুভাবাপন্ন ইরানি সরকারের সঙ্গে বৈঠক করেছেন।’

‘তিনি তাদেরকে ট্রাম্প প্রশাসনের বিদায় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। খারাপ!’-লিখেছেন ট্রাম্প।

ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার শর্তে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠির চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী ছিলেন কেরি। ট্রাম্প ক্ষমতায় আসার পর চলতি বছর এই চুক্তি বাতিল করেছেন।

ট্রাম্প জানিয়েছেন, কেরি তার লেখা বই ‘এভরি ডে ইজ এক্সট্রা’ এর প্রচার সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে তিন অথবা চারবার বৈঠক করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠকের বৈধতা নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি বলেছেন, এর মাধ্যমে তার পূর্বসুরী ‘মার্কিন নীতির অবমূল্যায়ণ করেছেন।’

তবে কেরির এক মুখপাত্র জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী অনৈতিক কিছুই করেননি।

বিবৃতিতে ওই মুখপাত্র বলেছেন, ‘প্রত্যেক প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী যেমনটা করেন সেভাবেই পররাষ্ট্রমন্ত্রী কেরি বিশ্বব্যাপী তার আমলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন।’

ওই মুখপাত্র বলেছেন, ‘চলতি বছরের প্রথম দিকে টেলিফোনে দীর্ঘসময় আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী পম্পেকে ইরান সম্পর্কে অর্জিত তার দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন।’



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়