ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৫ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলটও রয়েছে। তবে এটি কোনো জঙ্গি হামলা নয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তালেবানদের একের পর এক হামলার কারণে আফগানিস্তানের সামরিক বাহিনী এবং সে দেশে অবস্থানরত বিদেশি বাহিনীগুলো সেনা ও রশদ পাঠাতে আকাশপথের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। কিন্তু অপর্যাপ্ত প্রশিক্ষণ ও বাজে পরিকল্পনার কারণে প্রায়ই হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার মতো ঘটনা ঘটছে।

ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেছেন, ‘কারিগরি সমস্যার কারণে হেলিকপ্টরটি বিধ্বস্ত হয়েছে, তালেবানদের গুলিতে নয়।’

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে সামরিক বাহিনীর সদস্যরা ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দেখা হচ্ছে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়