ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোসনি মোবারকের ২ ছেলে গ্রেপ্তার

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোসনি মোবারকের ২ ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট হোসনি মোবারকের দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজধানী কায়রোতে তাদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

দেশটির গণমাধ্যম জানিয়েছে এর আগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন কায়রোর একটি আদালত।

আলা মোবারক ও গামাল মোবারকসহ গ্রেপ্তার আরো কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ, তারা শীর্ষ কয়েকটি কোম্পানির মাধ্যমে কয়েকটি ব্যাংকে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যে চুক্তি রয়েছে সে সম্পর্কে শেয়ার বাজারকে না জানিয়ে অবৈধভাবে মুনাফা অর্জন করেছেন।

তবে আনীত অভিযোগ অস্বীকার করেছেন হোসনি মোবারকের সম্পদশালী দুই ব্যবসায়ী ছেলে।

শনিবার তারা রাজধানী কায়রোর একটি আদালতে শুনানিতে অংশ নেন। সেখানে বিচারক আহমেদ আবদৌল-ফেতহ তাদেরকে গ্রেপ্তারের আদেশ দেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারের পর আলা ও গামাল মোবারককে কায়রোর দক্ষিণে একটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত শুনানি মূলতবি ঘোষণা করা হয়েছে।

তথ্য : আল জাজিরা




রাইজিংবিডি/ঢাকা/১৬ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়