ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ফ্লোরেন্সের বন্যায় বিচ্ছিন্ন হয়ে গেল শহর

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে ফ্লোরেন্সের বন্যায় বিচ্ছিন্ন হয়ে গেল শহর

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে হারিকেন ফ্লোরেন্সের প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় নর্থ ক্যারোলিনা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে উপকূলীয় উইলমিংটন শহর।

নর্থ ক্যারোলিনার কর্মকর্তারা জানিয়েছেন, উইলমিংটনে যাওয়া-আসার সব রাস্তা পানিতে তলিয়ে গেছে।

তারা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই শহরের বাসিন্দাদের অন্যত্র থাকতে সতর্ক করে দিয়েছেন।

উইলমিংটনের বাসিন্দার সংখ্যা প্রায় ১ লাখ ২০ হাজার। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, উইলমিংটন এখন একটি ‘রাজ্যের মধ্যে দ্বীপে’ পরিণত হয়েছে।

বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর উইলমিংটন থেকে ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো শহরের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে।

জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, ফ্লোরেন্সের প্রভাবে নর্থ ক্যারোলিনায় আগামী দুই দিন আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। এর পর পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটতে পারে।

নিউ হ্যানোভার কাউন্টি কমিশনের চেয়ারম্যান উডি হোয়াইট বাসিন্দাদের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এখানে আসবেন না। আমাদের রাস্তাঘাট ডুবে গেছে। উইলমিংটনে যাওয়ার কোনো রাস্তা নেই। আমরা চাই আপনারা বাড়িতে আসুন। তবে এখন আপনারা আসতে পারবেন না।’

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়