ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দিল্লিতে ভবন ধসে নিহত ৫

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিল্লিতে ভবন ধসে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়া দিল্লির উত্তর-পশ্চিমাঞ্চলে তিন তলা একটি ভবন ধসে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন। বুধবার অশোক বিহার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইন।

নিহতদের মধ্যে ১০ বছর বয়সের দুই ভাই এবং পাঁচ বছরের কম বয়সের এক বালক ও তার বোন রয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের দিল্লির দিপ চাঁদ বন্ধু হাসপাতালে পাঠানো হয়েছে।

ধ্বংসাবশেষের নিচে আরো কয়েকজন আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৯টা ২৫ মিনিটে তারা টেলিফোনে ঘটনার খবর পান। এরপরই অগ্নিনির্বাপন বাহিনীর ছয়টি গাড়ি দ্রুত সাওয়ান পার্কের কাছে ঘটনাস্থলে ছুটে যায়।

উত্তর দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভবনটি প্রায় ২০ বছরের পুরোনো। এর কাঠামোটি দুর্বল এবং ভঙ্গুর অবস্থায় ছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়