ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৮০ কোটি টাকার বীজ-সার পাচ্ছেন ৭ লাখ কৃষক

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৮০ কোটি টাকার বীজ-সার পাচ্ছেন ৭ লাখ কৃষক

সচিবালয় প্রতিবেদক : ২০১৮-১৯ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় দেশের ৬৪ জেলায় ৬ লাখ ৯০ হাজার ৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৭৯ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৪০০ টাকার বীজ ডিএপি ও এমওপি সার দেবে সরকার।

রোববার সচিবালয়ে ২০১৮-১৯ অর্থবছরের কৃষি প্রণোদনা কার্যক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, আজ এ প্রণোদনা ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে কৃষকরা এই সারের জন্য অর্থ পাবেন। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেই কৃষকরা এই টাকা পাবেন।

কৃষিমন্ত্রী বলেন, গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, ফেলন, খেসারি, বিটি বেগুন, বোরো, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল আবাদে কৃষকদের উৎসাহিত করতেই এ প্রণোদনা দেওয়া  হচ্ছে। এর ফলে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আশা করছি।

এ প্রণোদনা কার্যক্রম মঞ্জুরিকৃত অর্থ কৃষি মন্ত্রণালয়ের কাজেট বরাদ্দ থেকে দেওয়া হবে। ফলে এজন্য কোনো অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে না বলেও জানান তিনি। 




রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৮/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়