ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বেনজেমার জোড়া গোলে রিয়ালের বড় জয়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ৮ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেনজেমার জোড়া গোলে রিয়ালের বড় জয়

ক্রীড়া ডেস্ক : অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে জয়ের হ্যাটট্রিক করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগে করিম বেনজেমার জোড়া গোলে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ‘লস ব্ল্যাঙ্কোস’রা।

হুলেন লোপেতেগুই বরখাস্ত হওয়ার পর রিয়ালের দায়িত্ব পাওয়া সোলারি জিতলেন প্রথম তিন ম্যাচেই। তিনটিই আবার তিনটি ভিন্ন প্রতিযোগিতায়। প্রথমটা ছিল কোপা দেল রেতে, দ্বিতীয়টা লা লিগায়।

আর এই তিন ম্যাচে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা গোল করেছে মোট ১১টি। পক্ষান্তরে নিজেরা খায়নি একটি গোলও।

প্রতিপক্ষের মাঠে বুধবার ম্যাচের ২০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। রিয়ালের হয়ে এটি তার ২০০তম গোল। সপ্তম খেলোয়াড় হিসেবে রিয়ালের জার্সিতে ২০০ গোল করলেন ফরাসি এই স্ট্রাইকার।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ৩৭ মিনিটে হেডে বেনজেমা পূর্ণ করেন তার জোড়া গোল। ৪০ মিনিটে স্বাগতিকদের জালে বল পাঠান ওয়েলস তারকা গ্যারেথ বেল। তাতে প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় অতিথিরা।

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে আর গোল উৎসব হয়নি। ৬৭ মিনিটে দ্বিতীয়ার্ধের একমাত্র ও ম্যাচের পঞ্চম গোলটা করেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস।

এ নিয়ে চতুর্থবার ৫ বা এর বেশি গোলের ব্যবধানে চ্যাম্পিয়নস লিগে অ্যাওয়ে ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। এর আগে ২০১৩ সালে গালাতাসরাইয়ের বিপক্ষে ৬-১, ২০১৪ সালে শালকের বিপক্ষে ৬-১ ও ২০১৭ সালে অ্যাপোয়েলের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল তারা।

এই জয়ে চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। সিএসকেএ মস্কোর মাঠে ২-১ গোলে জেতা রোমার পয়েন্টও রিয়ালের সমান; তবে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। মস্কোর পয়েন্ট ৪, প্লজেনের ১।




রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়