ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১১ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

সামরিক জান্তা রাজনৈতিক তৎপরতা চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এ ঘোষণা দেওয়া হলো।

২০১৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা গ্রহণ করে সামরিক বাহিনী। শৃঙ্খলা ফিরিয়ে আনার অজুহাতে এরপরই রাজনৈতিক তৎপরতার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে জান্তা সরকার। গত সেপ্টেম্বর থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে শুরু করেছে সরকার।

মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবিধান অনুযায়ী নির্বাচনকে সামনে রেখে জনগণ ও রাজনৈতিক দলগুলো এই সময়ের মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে।’

উপ নির্বাচন কমিশন মহাসচিব সোয়াং বুনমি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘নিষেধাজ্ঞা প্রত্যাহারের অর্থ হচ্ছে রাজনৈতিক প্রচারণাসহ কর্মকাণ্ড শুরু করা যায়, তবে এটি হতে হবে আইন অনুযায়ী।’



রাইজিংবিডি/ঢাকা/১১ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়