ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিকের আটকের বর্ষপূর্তিতে বিক্ষোভ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারে রয়টার্সের ২ সাংবাদিকের আটকের বর্ষপূর্তিতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের নিয়ে সংবাদ প্রকাশের জেরে মিয়ানমারে কারাদণ্ডপ্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিকের আটকের বর্ষপূর্তিতে প্রতিবাদ সমাবেশ করেছে শতাধিক অধিকার কর্মী। বুধবার দেশটির সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউ (২৮) মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরের হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে অনুসন্ধান চালানোর সময় গত ডিসেম্বরে গ্রেপ্তার হন। এ ঘটনায় গত সেপ্টেম্বরে রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে তাদের দুজনের সাত বছর করে কারাদণ্ড দেয় আদালত।

বুধবার প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থী, সাংবাদিক ও লেখকদের গায়ের টি-শার্টে লেখা ছিল-‘সাংবাদিকতা অপরাধ নয়’, ‘ওয়া লোন ও কিয়াও সোয়েকে মুক্তি দিন’। সমাবেশে দুই সাংবাদিকের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশে অংশ নেওয়া অনেকের হাতে টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংস্করণের কপি ছিল। মঙ্গলবার টাইম ম্যাগাজিন তুরস্কে নিহত সাংবাদিক জামাল খাশোগি  এবং মিয়ানমারে আটক  দুই সাংবাদিককে বর্ষসেরা ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।



রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়