ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেপালে পাহাড়ি সড়ক থেকে ট্রাক নদীতে, নিহত ২০

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেপালে পাহাড়ি সড়ক থেকে ট্রাক নদীতে, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে অন্তেস্ট্যিক্রিয়া থেকে ফেরার পথে নদীতে ট্রাক পড়ে গিয়ে অন্তত ২০ জন নিহত হয়েছে। শনিবার নেপালের পুলিশ এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় আরো ১৪ জন আহত  হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাজধানী  কাঠমান্ডু থেকে ৭০ কিলোমিটার উত্তরে এক সরু পার্বত্য পথ দিয়ে ট্রাকটি যাত্রীদের নিয়ে যাচ্ছিল।

পুলিশ কর্মকর্তা ভিমলাল ভট্টারাই জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে। হাসপাতালে নেওয়ার পথে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরো একজন।

তিনি বলেন, ‘নদীর তীরে ছড়ানো ছিটানো অবস্থায় মৃতদেহগুলো পাওয়া গেছে এবং আমরা এখনো অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছি। কারণ ট্রাকে ঠিক কতজন ছিল তা এখনো জানা যায়নি।’

দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সরু সড়কে অতিরিক্ত গতির  কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

প্রসঙ্গত, বেহাল সড়ক, রক্ষণাবেক্ষণহীন গাড়ি ও বেপরোয়া যান চালানোর কারণে নেপালে প্রায় সড়ক দুর্ঘটনা ঘটে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়