ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাপের মুখে বন্ধ হয়ে গেল ট্রাম্পের দাতব্য সংস্থা

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাপের মুখে বন্ধ হয়ে গেল ট্রাম্পের দাতব্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাতব্য সংস্থা ‘ট্রাম্প ফাউন্ডেশন’ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও অন্যরা এই সংস্থার তহবিলের অপব্যবহার করেছেন, এই অভিযোগে চাপের মুখে সংস্থাটি বন্ধ করে দেওয়া হয়।

নিউ ইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল বারবারা আন্ডারউড ট্রাম্পের দাতব্য সংস্থা বন্ধের এ ঘোষণা দেন। সংস্থার যে অর্থ এখনো অবশিষ্ট রয়েছে তার বিতরণ এখন থেকে তদারকি করবেন বারবারা।

বারবারা আন্ডারউড দাতব্য সংস্থাটির তহবিল ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য অপব্যবহারের অভিযোগ আনেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার জ্যেষ্ঠ তিন সন্তানের বিরুদ্ধে।

তবে দাতব্য সংস্থাটির আইনজীবী বারবারা আন্ডারসনের বিরুদ্ধে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ আনেন।

ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। এর মধ্যে একটি হলো এই দাতব্য সংস্থার তহবিল অপব্যবহারের মামলা। এ ছাড়া, আরো কয়েকটি উল্লেখযোগ্য মামলা হলো- ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ।

তথ্য : বিবিসি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৯ ডিসেম্বর ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়