ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ফেরি ও জাহাজ চলাচলে আরো বেশী আন্তরিক হতে হবে’

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ফেরি ও জাহাজ চলাচলে আরো বেশী আন্তরিক হতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ফেরি ও জাহাজ চলাচলে আরো বেশী আন্তরিক হতে হবে।

রোববার সচিবালয়ে অফিসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘ফেরি সেক্টর একটি সেবামূলক খাত। ফেরিপথে যাত্রী ও যানবাহন পারাপার এবং নৌপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের আরো বেশি আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তাঁর সরকারের উন্নয়নের সুফল জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে হবে। সেক্ষেত্রে সকলকে অধিক দক্ষতার পরিচয় দিতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর মতো উদ্যমী হয়ে আমরা কাজ করব। উন্নয়নের ক্ষেত্রে দলবাজি ব্যক্তিবাজি করা যাবে না। কাউকে প্রশ্রয় দেয়া হবে না। সকলে সম্মিলিতভাবে দেশের উন্নয়ন করব।’

অন্যান্যের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো: আবদুস সামাদ ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মফিজুল হক এসময় বক্তব্য রাখেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়