ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘মেক্সিকো দেয়াল তৈরি করার কাজ চালিয়ে যাব’

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মেক্সিকো দেয়াল তৈরি করার কাজ চালিয়ে যাব’

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শত বাধা সত্ত্বেও তিনি মেক্সিকো দেয়াল তৈরির কাজ চালিয়ে যাবেন।

বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমি মেক্সিকো দেয়াল তৈরির কাজ চালিয়ে যাব এবং দেয়াল তৈরি শেষ করব।’

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, মেক্সিকো দেয়াল তৈরির জন্য তহবিল (যা নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে তার মতবিরোধের জেরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ‘শাটডাউন’ বা ‘অচলাবস্থা’ হয়) নিয়ে জাতীয় সংসদ কংগ্রেসে আলোচনা ‘সময়ের অপচয়’ ছাড়া আর কিছুই নয়।

এর আগে বিভিন্ন সময় নিউ ইয়র্ক টাইমসকে ‘ব্যর্থ’ হিসেবে অভিহিত করলেও ট্রাম্প এদিন পত্রিকাটিকে সময় দেন। মূলত পত্রিকাটির প্রকাশক এ জি সালঝবার্গারের সঙ্গে ট্রাম্প যোগাযোগ করার পরই এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প ফের জানান, মেক্সিকো দেয়াল তৈরির জন্য প্রয়োজনে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করবেন।

তথ্য : বিবিসি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়