ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভেনেজুয়েলার জন্য ত্রাণবাহী মার্কিন সামরিক বিমান কলম্বিয়ায়

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভেনেজুয়েলার জন্য ত্রাণবাহী মার্কিন সামরিক বিমান কলম্বিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণবাহী সামরিক বিমান শনিবার কলম্বিয়ার সীমান্তবর্তী শহর কুকুটায় পৌঁছেছে।

ভেনেজুয়েলার বিরোধী নেতা জুয়ান গুয়াইদোর অনুরোধে এসব ত্রাণ সেখানে জমা করা হচ্ছে।

গুয়াইদো গত মাসে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেন। তাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত অধিকাংশ দেশ।

গুয়োইদো জানিয়েছেন, এসব ত্রাণ প্রায় ৬ লাখ ভেনেজুয়েলীয় স্বেচ্ছাসেবী আগামী ২৩ ফেব্রুয়ারি সীমান্ত পার করে তাদের দেশে নিয়ে যাবেন।

এক টুইটার বার্তায় গুয়াইদো বলেন, ‘আমরা সীমান্তের মধ্যে ও বাইরে সচল থাকব। চূড়ান্ত ফল আসার আগ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’

তবে এসব ত্রাণ ভেনেজুয়েলায় ঢুকতে দেওয়া হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

রাশিয়া, তুরস্কের সমর্থনপুষ্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেন, ‘ভেনেজুয়েলায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের অংশ হলো এই ত্রাণবাহী সামরিক বিমান।’

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়