ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইরান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইরান ঘনিষ্ঠ সম্পর্ক সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। রোববার ইরানের দক্ষিণাঞ্চলে এক জনসমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি এ কথা বলেছেন।

রুহানি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সুরক্ষায় ইরান আঞ্চলিক দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত। আমাদের শত্রু আমেরিকা ও ইসরায়েল ইরানিদের মধ্যে বিরোধ সৃষ্টি করতে চায়।’

গত কয়েক দশক ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে নীরব যুদ্ধ চলছে। সিরিয়া ও ইয়েমেনে পরস্পর বিরোধী দুটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে যাচ্ছে দেশ দুটি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছিল সৌদি।

ইরানকে ধ্বংসে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে উল্লেখ করে রুহানি বলেন, ‘আমরা আমেরিকা ও ইসরায়েলের চাপে মরে যাব না।’




রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়