ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সৌভাগ্যের লাঠি খুঁজতে অর্ধনগ্ন ১০ হাজার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌভাগ্যের লাঠি খুঁজতে অর্ধনগ্ন ১০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক : দুটি সৌভাগ্যের লাঠি খুঁজতে জাপানে রীতিমতো ঠেলাঠেলিতে নেমেছিলেন প্রায় ১০ হাজার জাপানি অর্ধনগ্ন পুরুষ।

শতবর্ষের ঐতিহ্যবাহী একটি উৎসবের অংশ হিসেবে শনিবার লেঙটি পরে ওকায়ামার সাইদাইজি বৌদ্ধ মন্দিরে এই ঠেলাঠেলিতে নেমেছিলেন তারা।

বিবিসি জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে অংশগ্রহণকারীরা ইয়োশি নদীর শীতল পানিতে গোসল করে পবিত্র হয়ে নেন। রাত ১০টা নাগাদ পবিত্রকরণ শেষ হয় এবং সব বাতি নিভিয়ে দেওয়া হয়।

মন্দিরের প্রধান পুরোহিত চার মিটার দীর্ঘ জানালার সামনে দাঁড়ান এবং দুটি লাঠি ছুঁড়ে মারেন। পরবর্তী দুই ঘন্টা চলে ধাক্কাধাক্কি,ঠেলাঠেলি। চারপাশে হাজার হাজার লোক খুঁজতে শুরু করে লাঠি দুটি।

২০ সেন্টিমিটার লম্বা লাঠি দুটি যারা পাবে তাদের ‘শিঙ্গি’ নামে ডাকা হয় এবং বিশ্বাস করা হয়, তারাই হচ্ছে ওই বছরের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। লাঠি দুটি হাতে নিয়ে বের হয়ে আসা দুই বিজয়ীর মাথায় পরানো হয় মুকুট।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেব্রুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়