ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিরিয়ায় শেষ ঘাঁটিতেও পরাজিত আইএস

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০২, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়ায় শেষ ঘাঁটিতেও পরাজিত আইএস

আন্তর্জাতিক ডেস্ক : সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা বৃহস্পতিবার যখন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) সেনাদের কাছে আত্মসমর্পণ করে পাহাড়ি এলাকা ছেড়ে বের হচ্ছিল তখন পাশে থাকা তাদের সন্তান ও স্ত্রীদের চোখেমুখে কান্না। যুদ্ধে আহত হওয়ায় আইএসের এসব যোদ্ধাদের অনেকেই বগলে ক্র্যাচ নিয়ে খুঁড়িয়ে হাঁটছিল। সর্বশেষ ঘাঁটি বাঘুজে পরাজিত যোদ্ধাদের বাক্স-পেটরাগুলো বইতে হচ্ছিল সন্তান আর কালো বোরখা পরিহিত স্ত্রীদের।

এসডিএফ জানিয়েছে, এসব সেনাদের অধিকাংশই বিদেশি।  বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনবার পাল্টা হামলা চালিয়েছিল আইএস। তারা ২০ জনেরও বেশি আত্মঘাতী হামলাকারী পাঠিয়েছিল। কিন্তু তাদের সবাই এসডিএফের সেনারা হত্যা করত সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকালে হামলার চেষ্টাকালে ১৫ আইএস যোদ্ধাকে হত্যা করা হয়েছে। বাঘুজে আইএসের দখল করা অংশে গোলা  ছোড়া হয়েছে এবং যুদ্ধবিমান ওই এলাকার আকাশ দিয়ে উড়ে গেছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বাঘুজে আইএসের কোনো নেতা আর নেই বলে ধারণা করা হচ্ছে। আইএস নেতা বাগদাদি জীবিত আছেন এবং তিনি সম্ভবত ইরাকে লুকিয়ে আছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়