ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রামে এলোপাতাড়ি গুলি

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ১৮ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেদারল্যান্ডসে যাত্রীবাহী ট্রামে এলোপাতাড়ি গুলি

আন্তর্জাতিক ডেস্ক : নেদারল্যান্ডসে একটি যাত্রীবাহী ট্রামসহ বিভিন্ন স্থানে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়েছেন।

এ ঘটনায় কত জন হতাহত হয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, হামলায় কয়েকজন আহত হয়েছেন। এছাড়া এক জন নিহত হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

সোমবার স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে দেশটির ইউট্রেখট শহরে অক্টোবরপ্লেইন ট্রাম স্টেশনের কাছে এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারী একটি ট্রামের ভেতরে এলোপাতাড়ি গুলি চালানোর পর পালিয়ে যায়।

গুলি হওয়ার পর ওই স্টেশন ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নিরাপত্তার কারণে স্থানীয় প্রশাসন নগরীতে সব ধরনের ট্রেন ও ট্রাম চলাচল বন্ধ করে দিয়েছে।



নেদারল্যান্ডসের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরের সব মসজিদও বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে।

এছাড়া স্কুলগুলোর সদর দরজা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইউট্রেখট বিশ্ববিদ্যালয়ের সব ভবনের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কাউকে বের হতে কিংবা ঢুকতে দেওয়া হচ্ছে না।

পুলিশের মুখপাত্র ইয়স্ট লনসাখে বলেন, ‘একটি ট্রামের ভেতর কয়েক রাউন্ড গুলি করেছে হামলাকারী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে তিনটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

এ ঘটনাটিকে একটি ‘সন্ত্রাসী হামলা’ বলে মনে করছে পুলিশের সন্ত্রাস-দমন ইউনিট। ওই শহরে অস্থায়ীভাবে সর্বোচ্চ সতর্কতা জরি করা হয়েছে।



এছাড়া সশস্ত্র পুলিশ টোয়েন্টিফোর অক্টোবরপ্লেইন জংশনের কাছের একটি সড়কের পাশে একটি বাড়ি ঘিরে রেখেছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ মার্চ ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়