ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নরওয়েতে স্কুলে ছুরিকাঘাত, আহত ৪

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৯ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নরওয়েতে স্কুলে ছুরিকাঘাত, আহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের রাজধানী অসলোতে একটি স্কুলে ছুরিকাঘাতে শিক্ষকসহ চারজন আহত হয়েছেন।

অসলো নগরীর ব্রিনসেং স্কুলে মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে ব্রিটেনের দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকা জানিয়েছে।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়। হামলায় কোনো শিক্ষার্থী আহত হয়নি। সশস্ত্র পুলিশ স্কুলটি ঘিরে রেখেছে।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই স্কুলের এক শিক্ষার্থীকে আটক এবং ঘটনার তদন্ত শুরু করেছে অসলো পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, সন্দেহভাজন হিসেবে এক বালককে স্কুলের ভেতর থেকেই আটক করা হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দ্য ইনডিপেন্ডেন্ট জানায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশকে ফোন করে জানানো হয়- এক শিক্ষার্থী এক শিক্ষককে ছুরি হাতে হুমকি দিচ্ছে।

সে শিক্ষকসহ স্কুলের কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, ‘ছুরি হামলার ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে ওই শিক্ষার্থী কেন এমন হামলা চালিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানতে পারেনি তারা।

যাকে আটক করা হয়েছে তার বয়স খুবই কম। সে কোন শ্রেণিতে পড়ে সে বিষয়ে কিছু জানা যায়নি।



রাইজিংবিডি/ঢাকা/ ১৯ মার্চ ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়