ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় তিন যুবক নিহত

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় তিন যুবক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় মোটরসাইকল আরোহী তিন যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে সদর উপজলোর ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহদের মধ্যে দুজনের পরচিয় পাওয়া গেছে। এরা হলেন- শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫) ও মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপর জন অজ্ঞাত (২০)।



গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. মনরিুল ইসলাম জানান, একটি মোটরসাইকেলে করে গোপালগঞ্জ-বর্নি সড়কের ভেন্নাবাড়ি রেল ক্রসিং পার হচ্ছিল ওই তিন যুবক।

এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত সাড়ে ১২টার দিকে ওই ক্রসিংয়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনজনই সড়কের পাশে ছিটকে পড়েন।

এতে ঘটনাস্থলে তিনজনই প্রাণ হারান এবং মোটরসাইকলেটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।



ভোরে তিনজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

রাজু-রকির মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানান, ওই রেল ক্রসিংয়ে কোন লোক ছিল না। ক্রসিংয়ের গেট খোলা থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/২০ মার্চ ২০১৯/বাদল সাহা/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়