ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিক্ষার্থীদের দাবি মানতে প্রধানমন্ত্রীর প্রতি নুরের আহ্বান

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২০ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষার্থীদের দাবি মানতে প্রধানমন্ত্রীর প্রতি নুরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নিরাপদ সড়কের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলা বিক্ষোভের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন তিনি।

এ সময় শিক্ষার্থীদের প্রত্যেকটি দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান নুরুল হক নুর।

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা  পৌনে ১২টার দিকে বিক্ষোভ শুরু করেন। আশেপাশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন।

নুরুল হক নুর বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী এই যৌক্তিক আন্দোলনের সাথে রয়েছে। শহীদ রমিজ উদ্দীন কলেজের দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা নিরাপদ সড়ক আন্দোলনে যখন শিক্ষার্থীরা এ রাষ্ট্রের অনিয়ম ও বিশৃঙ্খলাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল। তখন প্রথমদিকে শিক্ষার্থীদের প্রশংসা করা হলেও এ আন্দোলন দমনের জন্য রাষ্ট্র বর্বর ভূমিকা পালন করেছিল। হাতুড়ি-হেলমেট বাহিনী লেলিয়ে দিয়েছিল। একদিকে বলা হয়েছিল যে, শিক্ষার্থীরা তাদের চোখ খুলে দিয়েছে, অন্যদিকে শিক্ষার্থীদদের হাতকড়া পরিয়ে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘আজকে শিক্ষার্থীরা যে আট দফা দাবি দিয়েছে, তার প্রত্যেকটি দফা মানতে হবে। গত নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তা আজকের মধ্যেই তুলে নিতে হবে। এ বাংলার ছাত্রসমাজ কখনো অন্যায় করেনি। এ দেশের ছাত্রসমাজ মুক্তিকামী মানুষের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ছিল, আছে এবং থাকবে।’

ডাকসুর ভিপি বলেন, ‘এ দেশের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম, বিশৃঙ্খলা রয়েছে। এগুলোর প্রত্যেকটির সমাধান করতে হবে। যদি রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা ব্যর্থ হন, তাহলে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে সমস্যার সমাধান করবে।’



রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৯/ইয়ামিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়