ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পগবার জোড়া গোলে ম্যানইউর প্রতিশোধ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৭, ১৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পগবার জোড়া গোলে ম্যানইউর প্রতিশোধ

ক্রীড়া ডেস্ক: ওল্ড ট্রাফোর্ডে গত আগস্টে সবশেষ টটেনহাম হটস্পারের বিপক্ষে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ঘরের মাঠে ইংলিশ লিগে শেষ ১৪ ম্যাচের একটিতেও হারতে হয়নি তাদের।

গতকাল ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে পয়েন্ট হারাতে বসেছিল দলটি। তবে ফরাসি তারকা পল পগবার জোড়া গোলে শেষপর্যণ্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলসরা।

নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শনিবার স্থানীয় সময় বিকেলে ওয়েস্টহামকে স্বাগত জানায় ম্যানইউ। সেপ্টেম্বরে লিগের প্রথম পর্বে এ দলটির বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল ইউনাইটেড। তবে এবার ঘরের মাঠে তাদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ওলে গুনার সুলশারের দল।

চেনা দর্শকদের সামনে খেলতে নেমে শুরুতে আক্রমণে এগিয়ে ছিল ম্যানইউ। ফলে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় তারা। হুয়ান মাতা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সেটি কাজে লাগিয়ে ফরাসি মিডফিল্ডার পগবার সফল স্পট কিকে এগিয়ে যায় ম্যানইউ।

বিশ্রাম শেষে মাঠে নামার পর এগিয়ে থাকার উচ্ছ্বাস থেমে যায় ম্যানইউ সমর্থকরদের। ম্যাচের ৪৯ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে ইউনাইটেড। গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুল পাসে বাঁ দিক থেকে মানুয়েল লানসিনির পাস পেয়ে ম্যানইউর জালে বল পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফেলিপ অ্যান্ডারসন।

তবে ভাগ্য সঙ্গে থাকায় ম্যাচের ৮০ মিনিটে পগবার আরেকটি স্পট কিক থেকে লিড নিতে সক্ষম হয় স্বাগতিকরা। প্রতিপক্ষের  ডি-বক্সে ঢুকে পড়া ফরাসি ফরোয়ার্ড অঁতনি মার্সিয়াল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেটি থেকে রেড ডেভিলসদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন পগবা। শেষপর্যন্ত এ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় তারা।

ইংলিশ লিগে এ জয়ের পর ৩৩ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩৩ ম্যাচে ম্যানইউর চেয়ে দুই পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে চেলসি। আর শিরোপার লড়াইয়ে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৩ ম্যাচে ৮২। এক ম্যাচ কম খেলে ২ পয়েন্ট কম নিয়ে তাদের ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় দ্বিতীয় স্থানে থাকা পেপ গার্দিওলার ম্যানসিটি।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়