ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩১, ১৮ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোট হচ্ছে ১১ রাজ্য ও কেন্দ্রশাসিত পুদুচেরির মোট ৯৫ আসনে।

এনডিটিভি জানিয়েছে, আজ তামিল নাডুর ৩৮টি লোকসভা আসনের পাশাপাশি বিধানসভার ১৮টি আসনের ভোটও গ্রহণ করা হচ্ছে। এছাড়া উড়িষ্যায় লোকসভার পাঁচটি ও বিধানসভার ৩৫টি আসনে ভোট হচ্ছে।

পাশাপাশি কর্নাটকে লোকসভার ১৪ আসনে, মহারাষ্ট্রের ১০ আসনে, উত্তর প্রদেশের আট, আসাম ও বিহারের পাঁচটি করে, ছত্তিশগড় ও পশ্চিম বঙ্গে তিনটি করে, জম্মু ও কাশ্মীরে দুটি ও  মনিপুর ও পুদুচেরির একটি করে লোকসভা আসনে ভোট গ্রহণ করা হচ্ছে।

পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ করা হচ্ছে জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ- এই তিন আসনে ।
 


তামিলনাড়ুর ভেলোর এবং ত্রিপুরার পূর্ব ত্রিপুরা আসনেও আজ ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বিধিভঙ্গের অভিযোগে ভেলোরের ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন। আর ত্রিপুরায় ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। সেখানে ভোট হবে ২৩ এপ্রিল।

এর আগে ১১ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ করা হয়েছে। ২৩ এপ্রিল গ্রহণ করা হবে তৃতীয় দফার ভোট। এভাবে ১৯ মে পর্যন্ত মোট সাত দফায় ভোট গ্রহণ শেষ হবে।

২৩ মে সব ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়