ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ত্রিপোলির কাছে চলছে ব্যাপক লড়াই

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫৯, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিপোলির কাছে চলছে ব্যাপক লড়াই

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণে সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দক্ষিণের জেলাগুলোতে দুই পক্ষে রকেট ও গোলা বিনিময় হয়েছে।

লিবিয়ায় ক্ষমতাসীন সরকারকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। তবে দুই সপ্তাহ আগে হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মি (এলএনএ) লিবিয়ার পূর্বাঞ্চলে হামলা চালাতে শুরু করে। রাজধানী দক্ষিণে সরকারের অনুগত বাহিনী গভার্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) এর সেনারা হাফতারের বাহিনীকে প্রতিরোধ করতে শুরু করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিগত দিনগুলোর তুলনায় শনিবার গোলাবর্ষণের মাত্রা ও শব্দ অনেক বেশি ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিক ও কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা শনিবার রাতে রাজধানীর আকাশে যুদ্ধবিমান উড়তে দেখেছেন। কয়েকটি এলাকায় হামলার আগে এগুলো গুনগুন শব্দ করছিল। মধ্যরাতের পর আরেকটি যুদ্ধবিমান আকাশে ওড়ার শব্দ পাওয়া যায়। প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়ার আগ পর্যন্ত এটি ১০ মিনিট আকাশে চক্কর দিয়েছিল।

দুই পক্ষই ত্রিপোলির দক্ষিণে নিজেদের অবস্থান সুসংহতের দাবি করেছে। তবে তাৎক্ষনিকভাবে কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

জিএনএ’র সামরিক অভিযান বিষয়ের মুখপাত্র মুস্তফা আল-মেজি বলেছেন, তার বাহিনী নতুন মাত্রার হামলা শুরু করেছে।

হাফতারের বাহিনীর মুখপাত্র আহমেদ আল মেসমারি জানিয়েছেন, শনিবার ত্রিপোলির মিত্র  বাহিনী তিনবার  বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়