ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীলঙ্কায় হামলা: ২ তুর্কি ও ৫ ব্রিটিশ নিহত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২১ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় হামলা: ২ তুর্কি ও ৫ ব্রিটিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় একের পর এক ভয়াবহ বোমা হামলার ঘটনায় দুই শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বোমা হামলায় নিহত বিদেশিদের মধ্যে পাঁচ জন ব্রিটিশ নাগরিক। এদিকে শ্রীলঙ্কায়  যুক্তরাজ্যের হাইকমিশনার জেমস ডাউরিস বলেছেন, কিছু ব্রিটিশ নাগরিক বিস্ফোরণের মধ্যে পড়েছে বুঝতে পারছি কিন্তু সংখ্যায় কতজন বা তারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা এখনো বলা যাচ্ছে না। যারা দেশটিতে আছেন তাদের দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

এছাড়া তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু বলছে, শ্রীলঙ্কায়  নিহতদের মধ্যে দুজন তুরস্কের নাগরিকও রয়েছেন। তারা প্রকৌশলী হিসেবে শ্রীলঙ্কায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন। এর আগে এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান শ্রীলঙ্কায় এ হামলার তীব্র নিন্দা জানান।

প্রসঙ্গত,  রোববার শ্রীলঙ্কায় একের পর এক ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ২০৭ জন নিহত হয়েছেন। ৪০০ জনের বেশি মানুষ বোমা হামলার ঘটনায় আহত হয়েছেন।

তথ্যসূত্র: বিবিসি, সিএনএন



রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৯/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়