ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কায় ফের বড় ধরনের হামলার ছক নস্যাৎ

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৪, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় ফের বড় ধরনের হামলার ছক নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ফের  বড় ধরনের একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে সে দেশের নিরাপত্তা বাহিনী।

রাজধানী কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরক ভর্তি প্যাকেট পাওয়ার পর তা নিষ্ক্রিয় করেছে শ্রীলঙ্কার বিমানবাহিনীর সদস্যরা।

শ্রীলঙ্কার ডেইলি মিরর ও বিবিসি জানিয়েছে, রোববার রাতে বিমানবন্দরের বহির্গমন এলাকার কাছে ওই বিস্ফোরক পাওয়া যায়।

বিমানবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কার আদাদেরানা পত্রিকা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রথমে ওই স্থানে পুরাতন কাপড় ভর্তি একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন।

পরে বিমানবাহিনীর সদস্যরা তার মধ্যে স্থানীয়ভাবে তৈরি ছয় ফুট দীর্ঘ একটি পাইপ বোমা দেখতে পেয়ে সেটি নিষ্ক্রিয় করে।

এর আগে রোববার ইস্টার সানডের দিনে শ্রীলঙ্কায় দুই দফায় তিন গির্জা ও চারটি বিলাসবহুল হোটেলসহ আট জায়গায় বোমা হামলা হয়। এতে নিহত হয়েছে ২৯০ জন। আহত হয় প্রায় পাঁচশ।

সকালে প্রথমে হামলার শিকার হয়েছে ক্যাথলিক খ্রিস্টানদের তিনটি বড় গির্জা সেইন্ট অ্যান্থনি চার্চ, সেইন্ট সেবাস্টিয়ান চার্চ ও জিয়ন চার্চ। ইস্টার সানডের প্রার্থনায় এসব চার্চে সমবেত হয়েছিলেন হাজারো মানুষ।

এছাড়া হামলা হয় কলম্বোর পাঁচ তারকা হোটেল শাংরি লা, কিংসবুরি ও সিনামন গ্র্যান্ড হোটেলে। এসব হোটেলে অনেক বিদেশি পর্যটক ছিলেন।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৭ জন বিদেশি নাগরিক রয়েছেন।

দ্বিতীয় দফায় বিস্ফোরণ ঘটে দুপুরের পর কলম্বোর অপর একটি হোটেলে এবং রাজধানীর দেমাটাগোদা এলাকায়।

চতুর্থ যে হোটেলে বিস্ফোরণ ঘটেছে সেটি দেশটির জাতীয় চিড়িয়াখানার কাছে দেহিওয়ালা হোটেলে। এ বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন জানিয়েছে বিবিসি।

হামলার পর দেশজুড়ে কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেয়া হয় সব ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম। মোতায়েন করা হয় সেনবাহিনী।

শ্রীলঙ্কায় এই নারকীয় হত্যাযজ্ঞের নিন্দা করে শোক প্রকাশ করেছেন বাংলাদেশসহ বিশ্ব নেতারা। তারা শ্রীলঙ্কাকে যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়