ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কায় হামলার ঘটনায় আটক ২৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫১, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় হামলার ঘটনায় আটক ২৪

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় রোববার গির্জা ও পাঁচ তারকা হোটেলসহ কয়েকটি স্থানে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে ২৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার শ্রীলংকার গণমাধ্যমগুলো পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

রোববার রাত পর্যন্ত হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১০ জনকে রাতেই সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকাল পর্যন্ত আরো ১১ জনকে আটক করে পুলিশ।

নিউজ ফার্স্ট নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীদের কলম্বোতে নিয়ে যাওয়ার কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। ওই গাড়ি চালককেও আটক করেছে পুলিশ।

এদিকে সন্দেহভাজন হামলাকারীদের সাময়িক আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি বাড়ির খোঁজ পেয়েছে পুলিশ। দেশটির পশ্চিমের কালাউতারা জেলার পানাদুরা এলাকার ওই বাড়িটিতে হামলাকারীরা ছিল। এ বিষয়ে আরো তদন্ত চলছে।

রোববার সকাল সকালে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে একযোগে বোমা হামলার ঘটনা ঘটে। এর কয়েক ঘন্টা পর আরও দুটি স্থানে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ এ দাঁড়িয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়