ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ওসমানী বিমানবন্দরে কোটি টাকার সোনার বার উদ্ধার

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওসমানী বিমানবন্দরে কোটি টাকার সোনার বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ভিতর থেকে ৩ কেজি ৩০০ গ্রাম ওজনের ২০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধারকৃত সোনার বারের দাম প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইট অবতরণের পর বিমানে তল্লাশি চালিয়ে সিটের নিচে স্কচটেপ মোড়ানো অবস্থায় ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ওসমানী বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আহসান উল্যাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজটি সিলেটে অবতরণের পর নিয়মিত চেকিংয়ের সময় সিটের নিচে স্কচটেপ মোড়ানো অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সোনার বারগুলো বাংলাদেশ ব্যাংকের ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ১২ এপ্রিল ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বিজি-২২২ ফ্লাইট অবতরণের পর এক যাত্রীর হাতব্যাগ থেকে ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ২৫টি সোনার বারসহ ৩ কেজি সোনা উদ্ধার করেছিল কাস্টমস কর্তৃপক্ষ।




রাইজিংবিডি/সিলেট/২৩ এপ্রিল ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়