ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হামলার ২ ঘন্টা আগেও সতর্ক করেছিল ভারত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৩ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হামলার ২ ঘন্টা আগেও সতর্ক করেছিল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার গির্জা ও পাঁচ তারকা হোটেলে আত্মঘাতী বোমা হামলার দুই ঘন্টা আগে এ বিষয়ে কলম্বোকে সতর্ক করেছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা।

মঙ্গলবার শ্রীলঙ্কা ও ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিভাগের একটি সূত্র এবং ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, হামলার দুই ঘন্টা আগে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। গির্জায় হামলা হতে পারে সে বিষয়টি ভারতীয় কর্মকর্তারা সুনির্দিষ্টভাবে শ্রীলঙ্কার গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছিলেন।

শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিভাগের আরেকটি সূত্র জানিয়েছে, প্রথম হামলার কয়েক ঘন্টা আগে ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সতর্কবার্তা এসেছিল।

শ্রীলঙ্কার একটি সূত্র জানিয়েছে, শনিবার রাতেও ভারতের পক্ষ থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। একই ধরণের বার্তা শ্রীলঙ্কার গোয়েন্দা সংস্থার কাছে ৪ ও ২০ এপ্রিল পৃথকভাবে পাঠিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা।

এ ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তর কিংবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উত্তর দেয়নি।




রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়