ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

নিহতের সংখ্যা ১০০ কমালো শ্রীলঙ্কা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিহতের সংখ্যা ১০০ কমালো শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় গির্জা ও পাঁচ তারাকা হোটেলে রোববারের হামলায় নিহতের সংখ্যা এখন ১০০-র বেশি কমিয়ে বলছে দেশটির কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা 'প্রায় ২৫৩ জন' বলে বৃহস্পতিবার জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে এটা গণনার ভুল ছিল।

রোববার ইস্টার সানডে পর্ব উদযাপনের সময় তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলসহ মোট আট জায়গায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ হয়েছে বলে জানানো হয়েছিল। নিহতদের বেশিরভাগই শ্রীলঙ্কার নাগরিক। তবে হতাহতদের মধ্যে বেশ কিছু বিদেশিও রয়েছে বলে কর্মকর্তারা জানান। আত্মঘাতী হামলাকারীর সংখ্যা নয় বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রেখেছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে যে সাত ব্যক্তিকে তারা খুঁজছে তাদের ছবি প্রকাশ করা হয়েছে।

হামলার জন্য স্থানীয় চরমপন্থি গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাতকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে বিস্ফোরণের পরপর জানানো হয়, এর সঙ্গে বিদেশি সংশ্লিষ্টতা রয়েছে। পরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এর দায় স্বীকার করে এবং সংগঠনটির স্বঘোষিতা খলিফা বাগদাদির পক্ষে আনুগত্য প্রকাশকারী আটজনের ভিডিও প্রকাশ করে।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়