ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আজ মঞ্চে উঠছে ‘সূতায় সূতায় হ্যানা ও শাপলা’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৬, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজ মঞ্চে উঠছে ‘সূতায় সূতায় হ্যানা ও শাপলা’

বিনোদন ডেস্ক: ঢাকার প্রথম সারির নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। দলটি মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘সূতায় সূতায় হ্যানা ও শাপলা’। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর নাটক সরণীর মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আনিকা মাহিনের লেখা নাটকটি নির্দেশনা দিচ্ছেন রোকেয়া রফিক বেবী।

জানা যায়, নাটকটি মূলত পৃথিবীর দুই প্রান্তের দুই নারীর উপাখ্যান। হ্যানা বিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে জন্ম নেয়া সুইডেনের এক সুচশিল্পী। অন্যদিকে শাপলা বাংলাদেশের এক গার্মেন্টেসের শ্রমিক। নাটকটি এই দুই মৃত নারীর পরস্পরের গল্প কথন।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুজন রেজাউল, সঙ্গীতা চৌধুরী, মিতালী দাস, মেহমুদ সিদ্দিকী, নূরুজ্জামান বাবু, এস আর সম্পদ, সজল চৌধুরী, আবীর সায়েম, অপ্সরা মৌ। নাটকটির মূল গায়েন সেলিম মাহবুব, গায়েন দলে রয়েছেন চন্দন রেজা, কামরুজ্জামান মিল্লাত, আনিকা মাহিন একা, মাহফুজ সুমন। কিবোর্ড : বিপ্লব সরকার পার্কাশন: বাবু ইসলাম, গিটার : সুজন রেজাউল ও বিপ্লব সরকার।

নাটকটির মঞ্চ পরিকল্পনা করেছেন আবীর সায়েম, সহযোগী রানা সিকদার, সংগীত পরিকল্পনায় সেলিম মাহবুব, কোরিওগ্রাফি সঙ্গীতা চৌধুরী ও মেহমুদ সিদ্দিকী, আলোক পরিকল্পনায় নাসিরুল হক।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৯/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়