ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

ব্যক্তিগত দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যক্তিগত দেহরক্ষীকে বিয়ে করলেন থাই রাজা

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের ৬৬ বছর বয়সী রাজা মাহা ভাজিরালংকর্ন ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীর উপপ্রধানকে বিয়ে করে তাকে রানির মর্যাদা দিয়েছেন। বুধবার বিয়ে করে নতুন স্ত্রীকে রানি সুথিদা ভাজিরালংকর্ন উপাধি দিয়েছেন রাজা।

শনিবার রাজা হিসেবে মুকুট পরার কথা রয়েছে ভাজিরালংকর্নের। অভিষেক অনুষ্ঠানে রানির উপস্থিত থাকার কথা রয়েছে।

রানি সুথিদার জন্ম ১৯৭৮ সালের ৩ জুন। তিনি ব্যাংককের বেসরকারি বিশ্ববিদ্যালয় অ্যসামপশন ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন।  পরে তিনি থাই এয়ারওয়েজে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে যোগ দেন। এরপর তিনি ভাজিরালংকর্নের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতে যোগ দেন। বিয়ের আগে তিনি ওই বাহিনীর উপ-প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রাক্তন রাজা ভূমিবল ২০১২ সালে যুবরাজ ভাজিরালংকর্নের সেবায় ‘সৎ, অনুগত, দায়িত্বশীল,আত্মোৎসর্গ ও  বিসর্জনের’ প্রতিদান হিসেবে সুথিদাকে রাজকীয় ‘শ্বেত হস্তি’ পদক প্রদান করেন।

বুধবার রাতে থাইল্যান্ডের টেলিভিশন চ্যানেলগুলোতে ভাজিরালংকর্ন ও সুথিদার বিয়ের অনুষ্ঠানের ফুটেজ দেখানো হয়।

২০১৬ সালের অক্টোবরে রাজা ভূমিবল আদুলিয়াদেজ মৃত্যুবরণ করেন। তারপর সাংবিধানিকভাবে রাজা হন তার ছেলে ভাজিরালংকর্ন। শনিবার তার অভিষেক অনুষ্ঠান হবে।



রাইজিংবিডি/ঢাকা/২ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়