ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানের পাঁচ তারকা হোটেলে বন্দুক হামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ১২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের পাঁচ তারকা হোটেলে বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি পাঁচ তারকা হোটেলে বন্দুকধারীদের হামলায় তিন নিরাপত্তা প্রহরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। শনিবার বিকেলে বন্দর শহর গওয়াদরের পার্ল কন্টিনেন্টাল হোটেলে এ হামলার ঘটনা ঘটেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর পোশাক পরে এসেছিল। তাদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র। তারা হোটেলের কর্মীদের জিম্মি করে গুলি ছুড়তে শুরু করে। হোটেলে থাকা নিরাপত্তা কর্মীরা পাল্টা  গুলি ছোড়ে। তবে হামলাকারীদের গুলিতে তিন নিরাপত্তা কর্মী নিহত হয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এসময় চার হামলাকারী নিহত হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করেছে। তারা চার হামলাকারীর ছবিও প্রকাশ করেছে।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, হামলার খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী হোটেলটিকে ঘিরে ফেলে। হোটেলের সব অতিথিকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।




রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়