ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে সরকার : রিজভী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৮, ১২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খালেদা জিয়ার জামিনে বাধা দিচ্ছে সরকার : রিজভী

‌জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : সরকার বিএন‌পির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখে জামিনে বাধা দি‌চ্ছে ব‌লে অ‌ভি‌যোগ করেছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের লোকেরা প্রায় প্রতিদিনই তারস্বরে বলে বেড়াচ্ছে, দেশে গণতন্ত্র আছে। সরকার কোথাও হস্তক্ষেপ করছে না। এটা তাদের গায়ের জোরের কথা। প্রকৃত ঘটনা মানুষ প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছে।

রুহুল কবির রিজভী বলেন, ‘এখানে ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা অপরাধ করার পরেও কখনো কখনো আদালত কর্তৃক শাস্তি পেলেও নির্বিঘ্নে মন্ত্রিত্ব করতে পারে। বিরোধী দলের লোকদের হত্যা করার পরেও আওয়ামী সন্ত্রাসীরা রাষ্ট্রীয় ক্ষমা পেয়ে যায়। অথচ দেশের জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকিয়ে রেখে জামিনে বাধা দেওয়া হচ্ছে।’

তিনি ব‌লেন, ‘আওয়ামী নেতারা বলে বেড়ান, বিএনপিকে নাকি উপড়ে ফেলা হবে। গণতন্ত্র হত্যা করে রাজনীতিকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন আওয়ামী নেতারা। আমরা সেই কথারই বাস্তবায়ন সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ব‌লেন, দেশব্যাপী নারী-শিশু-কিশোরী নির্যাতনসহ অন্যের সম্পত্তি দখলের পরেও কেবলমাত্র ক্ষমতাসীন দলের লোক হওয়ার কারণে তাদের টিকিটি ছুঁতে ভয় পায় আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা, অথবা তাদের দুষ্কর্মের সঙ্গী হয়। আওয়ামী লীগ এমনই পাপহরা দল, যেখানে নিজেদের লোকেরা পাপ করার পরেও তা মোচন হয়ে যায়। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রের অনুশীলনের কোনো ঐতিহ্য সৃষ্টি করতে দেয়নি। আওয়ামী লীগ একদলীয় মানসিকতা থেকে কখনো বের হতে পারেনি। সেইজন্য এদের হাতে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায়বিচার বারবার ধ্বংস হয়েছে।’

বিএন‌পির জা‌মিন পাওয়া নেতা‌কর্মী‌দের নতুন মামলা দিয়ে জেলগেট থেকে ফের গ্রেপ্তার করা হচ্ছে, অভিযোগ করে রুহুল কবির ‌রিজভী ব‌লেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে আটক থাকার পর সব মামলায় জামিন লাভ করা সত্বেও জেলগেট থেকে বেরুনোর সময় আবারও নূতন মামলা দিয়ে গ্রেপ্তার আওয়ামী লীগের এক মহা আবিষ্কার।

তি‌নি ব‌লেন, বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে নতুন নতুন মামলা দিয়ে পুনঃগ্রেপ্তার বর্তমান আওয়ামী নাৎসীবাদী সরকারের বিরোধী দল দমনের আরেকটি পৈশাচিক দৃষ্টান্ত। এটি একটি চরম বেআইনি পন্থা। এই পন্থা অবলম্বন করা হয় শুধু বিরোধী দলকে পর্যুদস্ত করার জন্য।



রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১২ মে ২০১৯/‌রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়