ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিস্ময়করভাবে জয় পেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিস্ময়করভাবে জয় পেলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : অলৌকিকভাবেই জাতীয় নির্বাচনে জয় পেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও তার দল।

রোববার ঘোষিত ফলাফলে বিরোধী দল লেবার পার্টির জয়ের প্রত্যাশা থাকলেও অবিশ্বাস্যভাবে তাদের পরাজয় ঘটেছে।

তিন চতুর্থাংশ ভোট গণনার পর অস্ট্রেলিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, মরিসনের লিবারেল নেতৃত্বাধীন কনজারভেটিভ জোট লেবার পার্টির চেয়ে ৭৬টি আসন বেশি পেয়েছে।

রোববার জয়ের সংবাদ পাওয়ার পরপর হরাইজন চার্চে স্থানীয়দের সঙ্গে কোলাকুলি করেন মরিসন। সিডনির দক্ষিণের এই উপশহর থেকে ২০০৭ সালে প্রথম পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।

মরিসন জয়ের পর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আপনি আপনার এলাকায় প্রথম নির্বাচিত সদস্য না হওয়ার আগ পর্যন্ত আপনি সেবা করার সুযোগ পাবেন না এবং আপনাকে এর জন্য প্রধানমন্ত্রী হতে হবে না।’

সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে মরিসন বলেছেন, তিনি সবসময় অলৌকিকত্বে বিশ্বাস করেন।

জয়ের খবরের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বনেতাদের প্রথম মরিসনকে শুভেচ্ছা জানিয়েছেন।

ট্রাম্প টুইটারে লিখেছেন,‘মহাবিজয়ের জন্য স্কটকে শুভেচ্ছা।’




রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়