ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত ক্রাইস্টচার্চে হামলাকারী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত ক্রাইস্টচার্চে হামলাকারী

আন্তর্জাতিক ডেস্ক : নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার ঘটনায় আটক অস্ট্রেলিয়ার নাগরিককে সন্ত্রাসবাদের দায়ে অভিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার নিউ জিল্যান্ডের পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ বিবৃতিতে বলেছে, হামলাকারী ব্রেন্টন ট্যারান্টকে ‘সন্ত্রাসবাদে জড়িত’ বলে অভিযুক্ত করা হয়েছে।

ট্যারান্টের বিরুদ্ধে ইতোমধ্যেই খুন ও ৪০টি খুন চেষ্টার অভিযোগ আনা হয়েছে। আগামী জুনে তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

গত ১৫ মার্চ জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চ শহরের দুটি মসজিদে নির্বিচারে গুলি চালিয়ে ৫০ জনকে হত্যা করে ট্যারান্ট। পরে হাসপাতালে আরও একজন মারা যায়। এ ঘটনায় আহত হয় আরো ৪০ জন।

গত এপ্রিলে সর্বশেষ ভিডিও লিংকের মাধ্যমে ট্যারান্টকে আদালতে হাজির করা হয়েছিল। ওই সময় বিচারক তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়