ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রেক্সিট নেতার গায়ে লাচ্ছি ছুঁড়লো প্রতিবাদকারী

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৯, ২১ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্রেক্সিট নেতার গায়ে লাচ্ছি ছুঁড়লো প্রতিবাদকারী

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) পক্ষের ডানপন্থি নেতা নাইজেল ফারাজের দিকে দুধের লাচ্ছি ছুঁড়ে মেরেছে এক ব্যক্তি। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়েছে।

সোমবার ইংল্যান্ডের উত্তরে নিউক্যাসল শহরে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের পক্ষে প্রচার চালাচ্ছিলেন ইউ কে ইন্ডিপেন্ডেস পার্টি বা ইউকিপ দলের নেতা ফারাজ। এসময় পল ক্রাউথার নামের ৩২ বছরের এক ব্যক্তি ফারাজের দিকে লাচ্ছি ছুঁড়ে মারেন। পুলিশ ক্রাউথারকে গ্রেপ্তার করেছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করার কথা রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের মধ্যে ফারাজই সর্বশেষ  নেতা যিনি ব্রেক্সিট বিরোধীদের হামলার শিকার হলেন।

নর্থুমব্রিয়া পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘দুপুর ১টার দিকে সিটি সেন্টারে ৫৫ বছরের এক ব্যক্তিকে লক্ষ্য করে লাচ্ছি ছোড়া হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩২ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।’

ঘটনার পর টুইটারে ফারাজ লিখেছেন,‘দুঃখজনকভাবে কিছু লোক চরমপন্থি হয়ে গেছেন, যাদের কারণে স্বাভাবিক প্রচারণা অসম্ভব হয়ে পড়েছে।’



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়