ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘প্রতিটি রক্তবিন্দু দেশের অগ্রগতির জন্য কাজ করবে’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৪, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রতিটি রক্তবিন্দু দেশের অগ্রগতির জন্য কাজ করবে’

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ব্যাপক সাফল্যকে ‘গণতন্ত্রের’ জয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরের সামনে কর্মী-সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেছেন।

রীতিমতো ঐতিহাসিক এই বিজয়ের পর প্রতিক্রিয়া জানানোর সময় মোদি তিনটি প্রতিশ্রুতিও দিয়েছেন। এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে-প্রথমত তিনি  ‘কোনো অসৎ উদ্দেশে কাজ করব না’ দ্বিতীয়ত, ‘নিজের ভবিষ্যতের জন্য কোনোদিন কিছু করব না’ এবং  আমার দেহের প্রতিটি লোমকূপ, প্রতিটি রক্তবিন্দু দেশের অগ্রগতির জন্য বিরামহীনভাবে কাজ করবে।’

২০১৪ সালে বিজেপির অর্জন এবারের নির্বাচনে সেটিকেও ছাপিয়ে গেছে। ফলাফল গণনার মাত্র তিন ঘন্টার মাথায় বিজেপির আসন ৩০০তে পৌঁছে যায়। সব মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ’র ঝুলিতে ৩৫০ টি আসন গিয়েছে। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৩৩৬। গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেতে সক্ষম হয়েছে।

দারিদ্রতা দূরের প্রত্যয় ব্যক্ত করে মোদি বলেছেন, ‘একবিংশ শতাব্দীতে শুধু দু’টিই জাতি থাকবে। একটি জাতি, যারা দারিদ্র থেকে মুক্তি চাইছেন। দ্বিতীয় জাতি, যাঁরা সেই দারিদ্র মুক্তি দিতে সাহায্য করছেন।’

সবার জন্য কাজ করার আশ্বাস দিয়ে বিজেপি নেতা বলেন, ‘প্রচারে কে কি বলেছেন, মনে না রেখে চলব। বিরোধীদের সঙ্গে নিয়ে চলব।’

সাফল্যের পেছনের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের সিদ্ধান্ত জানার জন্য আমরা তাদের দুয়ারে গিয়েছি। আজ কোটি কোটি জনগণ এই ফকিরের ঝুলি ভর্তি করে দিয়েছে। এটা গণতন্ত্রের অনেক বড় একটি ঘটনা।’




রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়