ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

আবারও সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৯, ১৪ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও সৌদি বিমানবন্দরে হুতিদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : আবারও সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার এ হামলা চালানো হয় বলে হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

ইরান সমর্থিত হুতি গোষ্ঠী জানিয়েছে, সৌদি আরবের দক্ষিণে আবহা আঞ্চলিক বিমানবন্দরে তারা কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে।

এর দুদিন আগে একই বিমানবন্দরে হুতিরা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ওই ঘটনায়  ২৬ বেসামরিক নাগরিক আহত হয় বলে জানিয়েছিলেন সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র।

এদিকে সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আবহা বিমানবন্দর এবং একই অঞ্চলের খামিস মুসহাইত এলাকায় পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে।

বৃহস্পতিবার আবহা বিমানবন্দরে হুতিদের হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল সৌদি জোট। ওই দিনই ইয়েমেনের রাজধানী সানার বাইরে হুতিদের সামরিক স্থাপনায় হামলা  চালানো হয়।

এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে বলা হয়, ‘হুতিদের সঙ্গে কর্মরত সন্ত্রাসী সংগঠনগুলোর বিদেশি বিশেষজ্ঞদের হামলার লক্ষ্যবস্তু’ করা হয়েছে। তবে ‘বিদেশি বিশেষজ্ঞদের’ জাতীয়তা কিংবা তারা হামলার শিকার হয়েছে কিনা এ ব্যাপারে কিছু বলা হয়নি।



রাইজিংবিডি/ঢাকা/ ১৪ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়